New Update
/anm-bengali/media/post_banners/9nNllrdQ3gzPVmVtRXVq.jpg)
নিজস্ব সংবাদদাতা: সেন্ট্রাল ব্যাঙ্কে চলছে নিয়োগ। চিফ ম্যানেজার (৫০) ও সিনিয়র ম্যানেজার (২৫০) পদে চাকরির সুযোগ। যেকোনো বিষয় নিয়ে স্নাতক পাস করা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে। সিএআইআইবি এবং উচ্চতর শিক্ষায় শিক্ষিতদের বাড়তি সুবিধা দেওয়া হবে।
বয়স- চিফ ম্যানেজার- ৪০ বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীর বয়স।
সিনিয়র ম্যানেজার- ৩৫ বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীর বয়স।
বেতন- চিফ ম্যানেজার- ৮৯,৮৯০।
সিনিয়র ম্যানেজার- ৭৮,২৩০।
আবেদনের শেষ দিন ১১.০২.২০২৩। আবেদন মূল্য হিসাবে ওবিসি এবং জেনারেল চাকরি প্রার্থীদের ৮৫০ + জিএসটি টাকা করে লাগবে। এসসি, এসটি এবং মহিলাদের কোনো টাকা লাগবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us