৭ মাওবাদীকে গ্রেফতার করল সিআরপিএফ

author-image
Harmeet
New Update
৭ মাওবাদীকে গ্রেফতার করল সিআরপিএফ


নিজস্ব সংবাদদাতাঃ মাওবাদী দমনে বড় সাফল্য পেল সিআরপিএফ। ছত্তিশগড়ের সুকমা থেকে সাত মাওবাদীকে গ্রেফতার করেছে সিআরপিএফ ও ছত্তিশগড় পুলিশ। বৃহস্পতিবার সিআরপিএফের তরফে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া সাতজনই নিম্মালাগুডেমের বিপ্লবী পিপলস কাউন্সিল (আরপিসি) নিষিদ্ধ সিপিআই মাওবাদী দলের মিলিশিয়া সদস্য।