লা লিগাঃ জয় দিয়েই শুরু করল মেসিহীন বার্সেলোনা

author-image
Harmeet
New Update
লা লিগাঃ জয় দিয়েই শুরু করল মেসিহীন বার্সেলোনা

নিজস্ব সংবাদদাতাঃ নতুন মরসুমের লা লিগা জয় দিয়েই শুরু করল মেসিহীন বার্সেলোনা। রিয়েল সোসিদাদকে ৪-২ ফলে হারাল বার্সা। বার্সার চার গোলদাতা হলেন, জেরার্ড পিকে(১), মার্টিন ব্রেথওয়েট(২) এবং সের্গি রবার্তো(১)।