নিজস্ব সংবাদদাতাঃ দুই বছর পর লখনউ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান। সিদ্দিক কাপ্পনের বিরুদ্ধে ইউপি সরকার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করেছিল। বিশেষ পিএমএলএ আদালতে জামানত জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে কাপ্পান লখনউ কারাগার থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, '২৮ মাস পর আমি কারাগার থেকে বের হয়েছি। আমাকে সমর্থন করার জন্য আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি এখন বাইরে আসতে পেরে খুশি।'