নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আরও চারটি ঘাঁটিতে মার্কিন সেনাদের প্রবেশাধিকার দেওয়ার জন্য একটি চুক্তি ঘোষণা করেছে। কারণ, দীর্ঘদিনের মিত্ররা চীনের সামরিক উত্থানকে প্রতিহত করার চেষ্টা করছে। ফিলিপাইন ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে।