বিশ্বভারতীর বিজ্ঞপ্তি বিজেপির আখঢ়ায় তৈরি একটি রাজনৈতিক চিরকুট: কুনাল ঘোষ

author-image
Harmeet
New Update
বিশ্বভারতীর বিজ্ঞপ্তি বিজেপির আখঢ়ায় তৈরি একটি রাজনৈতিক চিরকুট: কুনাল ঘোষ


নিজস্ব সংবাদদাতা: বিজ্ঞপ্তি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করেছে বিশ্বভারতী। এবার তার বিরুদ্ধে মুখ খুললেন কুনাল ঘোষ। 

your image


ট্যুইট করে তিনি বলেন, "বিশ্বভারতীর প্রেস রিলিজে যখন 'কবিগুরুর মার্গদর্শনে চলি' না বলে 'প্রধানমন্ত্রীর মার্গদর্শনে চলি' বলা হয়, বোঝাই যায়, এটি বিজেপির আখঢ়ায় তৈরি একটি রাজনৈতিক চিরকুট। এতে ভারসাম্য, বাস্তব, শালীনতা, রুচি থাকবে না, সেটাই স্বাভাবিক"।