New Update
/anm-bengali/media/post_banners/7LhxNTLdO52ZlTbFJuB9.jpg)
নিজস্ব সংবাদাদাতাঃ আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ১০৬.৭ মিলিয়ন পাউন্ডে (১৩১.৪ মিলিয়ন ডলার) চেলসিতে যোগ দিয়েছেন । এই ট্রান্সফারের পর ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছেন এনজো। ২০২১ সালের আগস্টে, ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের আন্তর্জাতিক খেলোয়াড় জ্যাক গ্রিলিশের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড (তখন ১৩৯ মিলিয়ন ডলার) খরচ করেছিল। ফার্নান্দেজ গত আগস্টে আর্জেন্টিনার রিভার প্লেট ক্লাব থেকে বেনফিকায় যোগ দিয়েছিলেন প্রায় এক কোটি ডলারের বিনিময়ে।
Enzo Fernandez is on his way!!! pic.twitter.com/D6qoEJG0QZ
— Frank Khalid OBE (@FrankKhalidUK) January 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us