New Update
/anm-bengali/media/post_banners/eyO7ePMuLm36TwAsiFic.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে নারী, যুব ও প্রবীণ নাগরিকদের জন্য অনেক ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেটকে 'অমৃতকাল' ও 'সপ্তর্ষি' বলে উল্লেখ করেছেন। স্বাধীনতার শতবর্ষে ২৫ বছরের সময়কালকেই 'অমৃতকাল' হিসেবে বর্ণনা করেছে সরকার। আর অর্থমন্ত্রীর এই 'সপ্তর্ষি' হল...
১। একযোগে উন্নয়ন
২। উন্নয়নের শেষ সীমায় পৌঁছানো
৩। পরিকাঠামো ও লগ্নি
৪। ক্ষমতাকে চেনা
৫। সবুজ বৃদ্ধি
৬। যুব শক্তি
৭। আর্থিক খাতে উন্নয়ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us