প্রয়াত পরিমল দে

author-image
Harmeet
New Update
প্রয়াত পরিমল দে

নিজস্ব সংবাদাদাতাঃ চলে গেলেন পরিমল দে । বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে । প্রয়াণকালে বয়স হয়েছিল ৮২ বছর । অ্যালঝাইমার্সে আক্রান্ত হয়েছিলেন তিনি । সম্প্রতি আরও অবনতি হয়েছিল শারীরিক পরিস্থিতি। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে তাঁর করা গোল লেখা রয়েছে ইতিহাসের পাতায় । টানা ৬ বছর খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। ক্লাবের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছিল জীবনকৃতি সম্মান ।