New Update
/anm-bengali/media/post_banners/vj260QHTsh5EtR0nbBkV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দাম বাড়তে চলেছে সিগারেটের। সংসদে বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, 'সাইকেলের ওপর কর হ্রাস করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, টিভির যন্ত্রাংশ, ক্যামেরার লেন্স আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হবে। সস্তা হবে মোবাইল ফোন, টিভি, সাইকেল, ইলেকট্রিক গাড়ি। যদিও দাম বাড়বে সোনা, প্ল্যাটিনাম, সিগারেট, কিচেন চিমনির। ইলেকট্রিক কিচেন চিমনিতে বাড়বে আমদানি শুল্ক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us