New Update
/anm-bengali/media/post_banners/rmX5c7HjHkQrg0HQ3xPa.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কলকাতা বই মেলায় প্রকাশ পেলো ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের লেখা দুটি বই। কলকাতা বই মেলাতে প্রকাশ পেলো ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীরের লেখা "Love & War in Bosnia"। বিশিষ্ট লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরে এই বইটির উদ্ধোধন হয়।
​
দিল্লীর রুপা পাবলিকেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্য দিয়ে পাবলিশ হয় বইটি। বইটি পাওয়া যাবে স্টল নং ৪১৮তে। অপরদিকে কলকাতার দে পাবলিশ এর মধ্য দিয়ে প্রকাশিত হল 'যুদ্ধ এবং প্রেম বসনিয়াতেই'। বইটি পাওয়া যাবে স্টল নং ৩০৬ তে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us