নিজস্ব সংবাদদাতাঃ দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সন্ধ্যায় দেগঙ্গার দিক থেকে ফেরার পথে টাকি রোডের ওপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সূত্রের খবর, মন্ত্রী যে গাড়িতে ছিলেন, সেই গাড়িতেই ধাক্কা মারে একটি ১০ চাকার লরি। লরিটিতে পাথর বোঝাই ছিল বলে জানা গিয়েছে। গাড়িতে আঘাত লাগলেও মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে আচমকা ধাক্কা লাগায় ভয় পেয়ে গিয়েছিলেন মন্ত্রী নিজেও। সূত্রে খবর, এদিন উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সন্ধ্যার পর সেখান থেকে ফিরছিলেন। দেগঙ্গা ও নূরনগরের মাঝে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, লরিটি ব্রেক ফেল করেছিল। ঘটনার পর লরিটিকে আটক করা হয়। লরিটি ছেড়ে দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, তাঁর কোনও আঘাত লাগেনি।