সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলা পরিষদেও পালিত করা হল স্বাধীনতা দিবস।জেলাপরিষদের বেশীরভাগ কর্মচারী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রীতিমতো স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান করাহয়। জাতীয় পতাকা উত্তলন করেন সভাধীপতি শীলা দাস সরকার। জেলাপরিষদের সভাধীপতি শীলা দাস সরকার বলেন " আজকে ১৫ই আগষ্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল ভারতবাসীর মানুষ গেয়ে উঠুক জীবনের জয়গান এবং ভারত মায়ের কোল আরও বেশী করে সমৃদ্ধ হয়ে উঠুক এটাই প্রার্থনা করি ।পাশাপাশি বাংলা এবং ভারতবর্ষ অখণ্ড রক্ষা এটাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। "