নিজস্ব সংবাদদাতাঃ শনিবার স্ট্রাসবার্গের বিরুদ্ধে মাঠে নামার আগে লিওনেল মেসি, সের্জিও র্যামোস-সহ প্যারিস সেইন্ট জার্মানের নতুন প্লেয়ারদের অনুরাগীদের সামনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয়েছিল। আর যেইমাত্র লিও স্টেডিয়ামে প্রবেশ করেন সেইমাত্র সমগ্র স্টেডিয়াম ‘মেসি, মেসি’ গর্জনে গর্জে ওঠে। পিএসজি সমর্থকদের এই ব্যবহার যে লিওর মন ছুঁয়ে গিয়েছে সেকথা তখন তাঁর মুখের হাসি দেখেই বোঝা গিয়েছিল। কিন্তু তাও রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানালেন পিএসজি তারকা।