বিধ্বস্ত গ্রিক এফ-৪ বিমানের পাইলটদের খুঁজছে উদ্ধারকারীরা

author-image
Harmeet
New Update
বিধ্বস্ত গ্রিক এফ-৪ বিমানের পাইলটদের খুঁজছে উদ্ধারকারীরা

নিজস্ব সংবাদদাতা: গ্রিসের পশ্চিমাঞ্চলে আয়োনিয়ান সাগরে বিধ্বস্ত হওয়া একটি এফ-৪ যুদ্ধবিমানের দুই পাইলটকে খুঁজছেন গ্রিসের উদ্ধারকর্মীরা। গ্রিক এফ-৪ বিমানটি পেলোপোনিজ উপদ্বীপের আন্দ্রাভিদা বিমানবন্দর থেকে ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) দক্ষিণে বিধ্বস্ত হয়। গ্রিস ১৯৭৪ সালে প্রথম মার্কিন নির্মিত এফ-৪ বিমানটি কেনে।