বিমানে এমার্জেন্সি এক্সিট কভার অপসারণের জন্য যাত্রীর বিরুদ্ধে দায়ের এফআইআর

author-image
Harmeet
New Update
বিমানে এমার্জেন্সি এক্সিট কভার অপসারণের জন্য যাত্রীর বিরুদ্ধে দায়ের এফআইআর

নিজস্ব সংবাদদাতাঃ নাগপুর থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে ভ্রমণকারী একজন যাত্রী অবতরণের সময় এমার্জেন্সি এক্সিট কভার অপসারণের চেষ্টা করেছিল বলে অভিযোগ। ওই এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে যে উল্লিখিত ফ্লাইটটির নিরাপদ পরিচালনায় কোনো আপস হয়নি। এমনকি বিমানটি অবতরণের প্রক্রিয়ায় থাকা সত্ত্বেও এমার্জেন্সি এক্সিট কভার অপসারণ করার জন্য ওই যাত্রীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।