নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসি রবিবার ভারতে আসছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। সফরকালে পিজিএ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে ।