New Update
/anm-bengali/media/post_banners/WPu0uavk7COc5m9FFAQK.jpg)
নিজস্ব সংবাদদাতা: বার্ষিক বাজেট উপস্থাপনের আগে, ভারতে প্রত্যক্ষ ও পরোক্ষ কর যৌক্তিক ও সরলীকরণের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কৌশলগত এবং ব্যবসায়িক অ্যাডভোকেসি গ্রুপ। প্রত্যক্ষ কর আয়কর, মূলধন লাভ কর বা সিকিউরিটিজ লেনদেন কর আকারে হতে পারে, যখন পরোক্ষ কর যেমন জিএসটি, কাস্টমস ডিউটি বা ভ্যাট কোনও পণ্য বা পরিষেবা কেনার জন্য সমস্ত শেষ ভোক্তাদের উপর আরোপ করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us