New Update
/anm-bengali/media/post_banners/hCuytKGbnmN9ZQHV4JJR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৭৬/৬ রান করল নিউজিল্যান্ড। ভারতের জয়ের জন্য দরকার ১৭৭ রান। রাঁচিতে এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে অর্ধশতরান করেছেন ডেভন কনওয়ে। ৩৫ বলে করেছেন ৫২ রান। ডার্লি মিচেল ৩০ বলে ৫৯ রান করে অপরাজিত। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন ওয়াসিংটন সুন্দর। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং, কূলদীপ সিং এবং শিবম মাভি।
Late flourish from New Zealand helps them put a strong total 💪#INDvNZ | 📝 Scorecard: https://t.co/gq4t6IPNlcpic.twitter.com/FOf6D6vQP0
— ICC (@ICC) January 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us