ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি

author-image
Harmeet
New Update
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি

মানিদেও প্রসাদ, হাইতি, IE TV, ত্রিনিদাদঃ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ ম্যাগনিটিউড। এই তীব্র মাত্রার ভূমিকম্পে ক্যারিবিয়ান দেশ কেঁপে ওঠার কারণে ঘরবাড়ি ধসে পড়ার পর অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এটি ২০১০ সালের বিধ্বংসী ভূমিকম্পের চেয়ে কিছুটা বেশি শক্তিশালী ছিল,  সমীক্ষা জানায়, ওই বিপর্যয়ে ৩,০০,০০০ এরও বেশি লোক মারা যায়।



হাইতির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবারের কম্পনে প্রচুর বাড়ি ভেঙ্গে পড়েছে। ফলে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই গোটা ক্যারিবিয়া জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল।




পরবর্তী সময়ে অনলাইনে শেয়ার করা ভিডিও ক্লিপ এবং ছবিগুলোতে দেখা যাচ্ছে রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১২৫ মাইল পশ্চিমে জেরিমি শহরের ভবনগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপ রাস্তায় পড়ে গেছে এবং গাড়ি গুঁড়িয়ে দিচ্ছে।