New Update
/anm-bengali/media/post_banners/tyZxSPte4rmr8RLgSkuB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন রাশিয়ার পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায় নোভাক জোকোভিচের বাবাকে। এদিন পুতিনকে খোলাখুলি সমর্থন করতে দেখা যায় তাঁকে। এই বছরই অস্ট্রেলিয়ান ওপেন নিষিদ্ধ করেছে রাশিয়া ও বেলারুশের জাতীয় পতাকা।তাই এই ঘটনার খেসারত দিতে বড় শাস্তির মুখে পরতে পারেন জোকাভিচ।এক সাক্ষাৎকারে ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশনিচেঙ্কো বলেন, 'এই ঘটনা উস্কানিমূলক এবং সেমিফাইনালের প্রস্তুতির সময় নোভাকের ওপর নেতিবাচক আলোকপাত করেছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us