নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বুধবার জানিয়েছে, ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের কৌশলগত বন্দর নগরী ওডেসার ঐতিহাসিক কেন্দ্রকে তারা 'ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার সাইট' হিসেবে ঘোষণা করে। রাশিয়া এই ঘোষণার পর জানান, "ইউক্রেনের জাতীয়তাবাদী শাসন" থেকে ওডেসা একমাত্র হুমকি ছিল।