স্কুল খোলার আগেই করোনায় আক্রান্ত বহু শিশু

author-image
Harmeet
New Update
স্কুল খোলার আগেই করোনায় আক্রান্ত বহু শিশু

নিজস্ব সংবাদদাতাঃ স্কুল খোলার আগেই করোনায় আক্রান্ত বহু শিশু।   করোনা সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছ  কর্নাটক। চিন্তা বাড়াচ্ছে বেঙ্গালুরুও। সরকার যখন স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করেছে, তখনই ভয় ধরানো ছবি উঠে এল বেঙ্গালুরু থেকে। অগাস্টের প্রথম দু'সপ্তাহের মধ্যেই কোভিডে আক্রান্ত হল ৫০০ শিশু। এ বিষয়ে বিবিএমপি জানিয়েছে, যে ৫০০ শিশু আক্রান্ত হয়েছে, তার মধ্যে গত পাঁচ দিনেই আক্রান্ত হয়েছে ২৬৩ জন।