New Update
/anm-bengali/media/post_banners/2a5efnyNzZgv1uZYzif7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে ভারতের সূর্যকুমার যাদব। বুধবার বেলার দিকে প্রকাশ্যে এসেছিল এই খবর। ২০২২ সালে ধারাবাহিকভাবে দলের হয়ে রান করেছিলেন সূর্য। আইসিসির পক্ষ থেকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাওয়ার পর যাদব ধন্যবাদ জানিয়েছেন তার সকল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে সূর্য জানিয়েছেন, গত বছর স্বপ্নের ফর্মে ছিলেন তিনি।
𝙏𝙝𝙖𝙣𝙠𝙛𝙪𝙡. 𝙂𝙧𝙖𝙩𝙚𝙛𝙪𝙡. 𝘽𝙡𝙚𝙨𝙨𝙚𝙙. ♥️ pic.twitter.com/eV4n2r5pyG
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us