রেকর্ড মূল্যে মেয়েদের আইপিএল-এ দল নিল আদানি

author-image
Harmeet
New Update
রেকর্ড মূল্যে মেয়েদের আইপিএল-এ দল নিল আদানি
নিজস্ব সংবাদদাতাঃ মেয়েদের আইপিএল-এ কারা দল নেবে, এই ব্যাপারে জল্পনা চলেছে নিরন্তর। বুধবার দুপুরে তাক লাগানো কিছু পরিসংখ্যান। ১ হাজার ২৮৯ কোটি টাকায় উইমেন্স আইপিএল-এ দল নিয়েছে আদানি। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড দল নিয়েছে ৯১২.৯৯ কোটি টাকায়। রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড  দল নিয়েছে ৯০১ কোটি টাকায়।