New Update
/anm-bengali/media/post_banners/oBW3JnIqnxicEliCQ0kU.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল: রাত পোহালেই ১৫ই অগাস্ট ৭৫তম স্বাধীনতা দিবস রবিবার আর তাই আসানসোলের পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্তে ডুবুদ্ধি চেকপোস্টে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঝাড়খণ্ড থেকে আগত দুচাকা ও চারচাকা গাড়ি থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। এদিন কুলটি ট্রাফিক ও কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের জন্য এই নাকা চেকিং বলে পুলিশ সূত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us