New Update
/anm-bengali/media/post_banners/6YXYYIAs6djkX7F4qcFd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রায় দশ বছর আগের ঘটনা। মাঠের ধারে বসেছিল অখ্যাত এক বল-বয়। তখনকার চেলসি তারকা ইডেন হ্যাজার্ডের সঙ্গে বল কাড়াকাড়ি করতে গিয়ে হয়েছিল বিপত্তি। লাথি মেরেছিলেন হ্যাজার্ড। মাঠেই শুয়ে পড়েছিল ছেলেটি। ছেলেটির নাম চার্লি মরগ্যান, সোয়ানসি ক্লাবের ডিরেক্টর মার্টিন মরগ্যানের ছেলে। তখন বয়স ছিল ১৭ বছর। এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছে। একটি পানীয় প্রস্তুতকারক কোম্পানির কর্তা। যার ফলে জুনিয়র মরগ্যান এখন মিলিয়ন পাউন্ডের মালিক।
It's 10 years to the day that Eden Hazard was sent off for kicking ballboy Charlie Morgan…
pic.twitter.com/QfBGYZkVvN— Pie Sports Booze 🔞 PARODY (@piesportsbooze) January 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us