আইএসএফের মিছিলে শহরজুড়ে যানজটের আশঙ্কা

author-image
Harmeet
New Update
আইএসএফের মিছিলে   শহরজুড়ে  যানজটের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ   বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ নেতাকর্মীদের গ্রেফতারির প্রতিবাদে রাজপথে মিছিল আইএসএফের। বুধবার দুপুর ১টায় শিয়ালদহ থেকে শুরু হবে এই মিছিল। শেষ হবে ধর্মতলায়। আইএসএফের মিছিলের কারণে বুধবার দুপুরে উত্তর কলকাতার বড় অংশ অচল হয়ে পড়ার আশঙ্কা। আবার দক্ষিণ কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও অসুবিধাই হতে পারে। রবীন্দ্র সদন-পাইকপাড়া, সন্তোষপুর-বৈশালী, ঘটকপুকুর-বাবুঘাট, সল্টলেক-বাবুঘাট, তপসিয়া-বাবুঘাট, বাগবাজার-খিদিরপুর, হাই কোর্ট-পিকনিক গার্ডেন ইত্যাদি রুটে প্রচুর বাস এবং মিনিবাস চলে। এই বাসগুলির যাতায়াত করে এসএন ব্যানার্জি রোড ধরে। তাই, বুধবার দুপুরের পর মানুষজন যাতায়াতে অসুবিধায় পড়বেন বলে মনে করা  হচ্ছে।