নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র বুধবার বলেছেন, ইউক্রেনে মার্কিন ও ইউরোপীয় ট্যাংক অনুদান দেশটির জন্য 'আরও দুর্ভোগ' বয়ে আনবে এবং 'মহাদেশে আরও উত্তেজনা' আনবে। বুধবার জার্মানির পার্লামেন্টে ইউক্রেনে জার্মান তৈরি লেপার্ড ট্যাংক পাঠানোর বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। এদিকে, আলোচনার সঙ্গে যুক্ত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি প্রায় ৩০টি আব্রামস ট্যাংক পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে।