নিজস্ব সংবাদদাতা: রকেট ল্যাব মঙ্গলবার আমেরিকার মাটি থেকে তার প্রথম যাত্রা শুরু করেছে। এই রকেট উৎক্ষেপণের ফলে মার্কিন মহাকাশ বন্দরগুলিতে বেসরকারী রকেট তৈরির ব্যবসাকে বাড়িয়ে তুলেছে। লং বিচ, ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানির ওয়ার্কহর্স ইলেকট্রন এই রকেটি ৪০ ফুট (১২ মিটার) লম্বা একটি ব্যয়বহুল লঞ্চার, ভার্জিনিয়ার ওয়ালোপস দ্বীপে নাসা পরিচালিত ওয়ালপস ফ্লাইট ফ্যাসিলিটির নতুন লঞ্চ প্যাড থেকে পাড়ি দেয় মহাকাশে।