New Update
/anm-bengali/media/post_banners/xOlCS8CRu9NREiZatHWs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে-তে তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন রোহিত শর্মা। তাঁর সেঞ্চুরিটি দলের প্রত্যেকে সেলিব্রেট করেছেন। এই সময়ে একটি অনন্য ঘটনাও দেখা গিয়েছিল। এ সময় সূর্যকুমার যাদবও সবার সঙ্গে হাততালি দেন এবং কিছু অঙ্গভঙ্গিও করেন। সূর্য এই অঙ্গভঙ্গি দিয়ে রোহিতকে কী বলতে চেয়েছিলেন তা পুরোপুরি স্পষ্ট ছিল না। মনে হচ্ছিল যেন তিনি রোহিতকে ছক্কা মারতে অনুরোধ করছেন। ২০২০ সালের ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে শেষ সেঞ্চুরি করেছিলেন রোহিত।
After completing century, Suryakumar Yadav was asking for double century from Rohit Sharma. What a great bond of Ro 💙 and Surya dada 😭🙏. pic.twitter.com/Q173lVl9zG
— Roshni ray (@Roshni20222) January 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us