দ্রুততম ভারতীয় হিসেবে সূর্যকুমারের একশো ওভার-বাউন্ডারি

author-image
Harmeet
New Update
দ্রুততম ভারতীয় হিসেবে সূর্যকুমারের একশো ওভার-বাউন্ডারি

নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে রানের পাহাড়ে চড়েছে ভারত। ওপেনিং উইকেটেই দুশোর বেশি রান হয়েছে। শতরান করেছেন রোহিত শর্মা, শুভমন গিল। এরপরেও লাগাতার রেকর্ড গড়ে চলেছে ভারত। নজির গড়লেন সূর্যকুমার যাদব। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মারলেন শততম ছয়। এদিনের ১৪ রানের ইনিংসে দুটি ছয় মেরেছেন তিনি।