New Update
/anm-bengali/media/post_banners/fmU16eJOkpEeBizq8vxW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে ১৪ অগাস্ট পালিত হবে 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে। শনিবার এমনটাই ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, 'আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন অর্থহীন বিদ্বেষ ও হিংসায় আশ্রয়চ্যূত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ওই সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণে রেখে ১৪ অগাস্ট 'ভয়াবহ দেশভাগ স্মরণ দিবস' হিসেবে পালন করা হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us