নিজস্ব সংবাদদাতা: থাইল্যান্ডের মধ্যাঞ্চলে ভ্যান দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছে। থাইল্যান্ডের মধ্যাঞ্চলে চন্দ্র নববর্ষের ছুটিতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় আমনাত চারোয়েন প্রদেশ থেকে ব্যাংককের দিকে যাওয়ার সময় ভ্যানটি মধ্য নাখোন রাতচাসিমা প্রদেশের মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়।