নিজস্ব সংবাদদাতা: চিনের সঙ্গে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে ভারতীয় বিমানবাহিনী কর্মকর্তাদের জানিয়েছে, সম্প্রতি স্থানান্তরিত ড্রোন ইউনিটসহ উত্তর-পূর্বাঞ্চলে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ বিমান স্থাপনাকে 'প্রলয়' মহড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এই মহড়ার সময় যুদ্ধবিমান এসইউ-৩০ এবং রাফাল সহ বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ সম্পদ, পাশাপাশি পরিবহন ও অন্যান্য বিমান সক্রিয় করা হবে। আইএএফ সাম্প্রতিক মাসগুলিতে একই ধরনের কমান্ড স্তরের মহড়া চালিয়েছে। চীন সীমান্ত বরাবর সমগ্র উত্তর-পূর্বাঞ্চলীয় আকাশসীমা শিলংয়ে ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ডের নিয়ন্ত্রণে রয়েছে, যা নিয়মিতভাবে চীনা বিমানগুলিকে বাধা দেওয়ার জন্য।