স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসানসোল স্টেশনে কড়া নজরদারি

author-image
New Update
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসানসোল স্টেশনে কড়া নজরদারি

রাহুল পাসোয়ান, আসানসোল: মাঝে মাত্র 24 ঘন্টা, তারপরেই পালিত হতে চলেছে দেশের 75 তম স্বাধীনতা দিবস।আর এই 75 তম স্বাধীনতা দিবসে যাবতীয় নাশকতা রুখতে উদ্যোগী রেল প্রশাসন। শুক্রবার সেই উদ্যোগকে মাথায় রেখেই আসানসোল স্টেশন-এর বিভিন্ন প্লাটফর্মে শুরু হল তল্লাশি। পুলিশ কুকুর সাথে নিয়ে এদিন স্টেশন চত্বর পরিদর্শন করলেন আরপিএফ এর কর্মীরা। কোনভাবেই যেন কোনও নাশকতামূলক কাজ করতে না পারে দুষ্কৃতীরা সেই উদ্দেশ্যেই এই তল্লাশি অভিযান বলে জানালেন আরপিএফ আধিকারিক।