৮১ বছর বয়সে পরলোক গমন করেছেন রক কিংবদন্তি ডেভিড ক্রসবি

author-image
Harmeet
New Update
৮১ বছর বয়সে পরলোক গমন করেছেন রক কিংবদন্তি ডেভিড ক্রসবি

নিজস্ব সংবাদদাতাঃ ১৯৬০ ও ৭০-এর দশকের অন্যতম প্রভাবশালী রক সঙ্গীতশিল্পী ডেভিড ক্রসবি ৮১ বছর বয়সে মারা গেছেন।ক্রসবি দুটি শ্রদ্ধেয় রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন: দেশ এবং লোক-প্রভাবিত বায়ার্ডস। তার দীর্ঘদিনের সহযোগী গ্রাহাম ন্যাশ এক বিবৃতিতে বলেন, 'গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বন্ধু ডেভিড ক্রসবি মারা গেছেন।'