শীঘ্রই OTT-তে মুক্তি পাঠানের

author-image
Harmeet
New Update
শীঘ্রই OTT-তে মুক্তি পাঠানের

নিজস্ব সংবাদদাতা: শাহরুখ ভক্তদের জন্য এসে গেল দুর্দান্ত খবর। যাকে বলে ডবল ধামাল। সিনেমাহলে মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে শাহরুখের কামব্যাক মুভি। ঘরে বসে মুঠোফোনে পাঠান কবে থেকে দেখা যাবে সেই তারিখ জানতে মুখিয়ে ছিল অগুনতি সিনেভক্ত মানুষ। এবার সব অপেক্ষায় অবসান। ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তির ঠিক চার মাস পর অর্থাৎ ২৫ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহম অভিনীত বলিউডের বহু প্রতিক্ষীত ও বিতর্কিত ছবি পাঠান। তাই বলা যেতেই পারে ঘরে-বাইরে সর্বত্রই পাঠান দেখার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে শাহরুখ ভক্তরা। ২৫ এপ্রিল ওটিটিতে পাঠান মুক্তির খবরে উচ্ছ্বসিত দর্শক।