​নিজস্ব সংবাদদাতাঃ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে শহর। মেট্রো চলাচল শুরু হয়েছে অনেক আগেই। এবার মেট্রো পরিষেবা আরও একঘণ্টা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে সোমবার থেকে রাতে বাড়তি একঘণ্টা চলবে মেট্রো। বর্তমানে শেষ ট্রেন ছিল পৌনে আটটায়। এবার তা বাড়ছে আরও এক ঘণ্টা। অর্থাৎ, শেষ ট্রেন পাওয়া যাবে পৌনে নটাতে। গতকালই করোনা বিধিনিষেধ নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নৈশ কার্ফু আরও শিথিল করা হয়েছে ২ ঘণ্টা। তাই অতিরিক্ত আরও একঘণ্টা ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো। ১৬ অগাস্ট থেকে করোনার বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার। রাত ৯টার বদলে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছে রাত ১১টা থেকে। আর তার পরই রাতের পরিষেবার সময় বাড়াল কলকাতা মেট্রো। আটটার পরিবর্তে সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া, দু প্রান্ত থেকেই জারি থাকবে এই বিধি।