নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকালেই স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচের প্রস্তুতি শুরু করতে আবু ধাবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার সমুদ্রসৈকতের ধারে আবু ধাবির হোটেলে পৌঁছে ছবি শেয়ার করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান ঈশান কিষান। ছবিটি পোস্ট করে ঈশান লিখেছেন, ‘আমি আমার পছন্দের জায়গায় আবার চলে এসেছি’।