New Update
/anm-bengali/media/post_banners/OBlC0qdAABN4D0iTxIWF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার একাধিক ইস্যুকে নিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার বিরুদ্ধে সরব হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। এমনকি রাস্তায় প্রতিবাদেও নেমেছেন দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আর এই নিয়েই এবার সুপ্রিম কোর্টের আপের বিরুদ্ধে সরব হলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মঙ্গলবার সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'দিল্লির পরিষেবা নিয়ন্ত্রণের প্রশ্ন যখন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন, তখন আম আদমি পার্টি (এএপি) এলজি ভিকে সাক্সেনার বিরুদ্ধে 'নাটক' করছে এবং প্রতিবাদ করছে।' তুষার মেহতা সুপ্রিম কোর্টকে বলেন, "বিক্ষোভ ও নাটক আদালতের কার্যক্রমকে প্রতিস্থাপন করতে পারে না, রাজধানীতে এ ধরনের বিক্ষোভ সারা বিশ্ব দেখছে এবং এটি লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us