​নিজস্ব সংবাদদাতাঃ নিউক্যাসল ইউনাইটেড এই মাসে চেলসির ত্রয়ী কনর গ্যালাঘের, রুবেন লোফটাস-চেক এবং হাকিম জিয়াচকে সই করতে আগ্রহী বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে নিউক্যাসলের বস এডি হাউ একটি নতুন সেন্ট্রাল মিডফিল্ডারকে স্বাক্ষর করাতে চান। অন্যদিকে লোফটাসের ওপর অনেকদিন ধরেই নিজেদে শ্যেনদৃষ্টি রেখেছিল নিউক্যাসল ইউনাইটেড।