নিজস্ব সংবাদদাতাঃ এই মালায়ালি ব্যক্তি হয়তো ভাবেননি প্যারিসে দেখা মিলে যাবে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির। কিন্তু তাই হল। সংশ্লিষ্ট ব্যক্তি দেখেন তাঁর ঘরের পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের দেখে হাত নাড়ছেন লিও। সঙ্গে রয়েছেন স্ত্রী আন্তোনেলা এবং সন্তানরাও। ব্যক্তিটি ‘মেসি, মেসি’ করে বার কয়েক ডাকা মাত্রই তাঁর দিকে তাকিয়ে থাম্বস আপ দেখান লিও।