নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরদে গোলাবারুদ বিস্ফোরণে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। বেলগোরোদের একটি সাংস্কৃতিক কেন্দ্রে রবিবার আগুন লাগে, যার ফলে ভিতরে মজুত গোলাবারুদ বিস্ফোরিত হয়। সূত্রে খবর, বিস্ফোরণে অন্তত ১০ রুশ সৈন্য আহত হয়েছে। তবে নিহতদের মধ্যে কোনো সেনা সদস্য ছিলেন কিনা, তা স্পষ্ট নয়।