New Update
/anm-bengali/media/post_banners/Kiv45jxBJSb56l5G1V9B.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৭২ আসনবিশিষ্ট একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে এবং বিমানবন্দরটি আপাতত বন্ধ রাখা হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিচানে'র পোখারা যাওয়ার কথা ছিল। যদিও সেই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সচিবালয়।
#UPDATE | Nepal Aircraft crash: Nepal PM Pushpa Kamal Dahal's & Home Minister Rabi Lamichhane's visit to Pokhara has been cancelled: Nepal Secretariat
— ANI (@ANI) January 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us