মিড ডে মিলে টিকটিকি-ইঁদুর, প্রধান শিক্ষককে সাসপেন্ডের নির্দেশ

author-image
Harmeet
New Update
মিড ডে মিলে টিকটিকি-ইঁদুর, প্রধান শিক্ষককে সাসপেন্ডের নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ চাঁচলের স্কুলে মিড ডে মিলে টিকটিকি, ইঁদুর উদ্ধার হওয়ার ঘটনায় নড়েচড়ে বসল সরকার। জানা গিয়েছে, রবিবার মালদার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মি়ড ডে মিলের জন্য মজুত চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা রায় ও সাব ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হল স্কুল শিক্ষা দফতরের তরফে। শুধু তাই নয়, স্কুলের চুক্তিভিক্তিক কর্মী স্বপ্না সরকারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।