ঠান্ডা নেই, তবে কুয়াশার প্রভাব লক্ষণীয়

author-image
Harmeet
New Update
ঠান্ডা নেই, তবে কুয়াশার প্রভাব লক্ষণীয়



নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতা থেকে দক্ষিণবঙ্গ সর্বতই শীতের প্রভাব কম থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব বৃদ্ধি পেয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। 

1,007 Kolkata Winter Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে লিঙ্কে ক্লিক করুন (https://www.windy.com/22.563/88.363?21.984,88.363,8,m:eiLaiCr)।