নিজস্ব সংবাদদাতাঃ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর প্রায় ১০০ কোটি মানুষ অবিশ্বস্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাচ্ছে বলে সূত্রের খবর। শিশু প্রসব থেকে শুরু করে হার্ট অ্যাটাকের মতো জরুরী অবস্থা পরিচালনা করা বা জীবনরক্ষাকারী টিকা দেওয়ার মতো মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য বিদ্যুতের অ্যাক্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ ছাড়া, সর্বজনীন স্বাস্থ্য কভারেজ পৌঁছানো যাবে না।