বিচারপতির নামে পোষ্টার কাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, পথে বিশিষ্টরা

author-image
Harmeet
New Update
বিচারপতির নামে পোষ্টার কাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা, পথে বিশিষ্টরা

নিজস্ব সংবাদদাতা : বিচারপতি রাজাশেখর মান্থার নামে পোষ্টার কাণ্ডের পর এক সপ্তাহ হতে চললো, এখনও অধরা দুষ্কৃতীরা। প্রতিবাদে পথে নামলেন বিশিষ্টজনেরা। শনিবার সিটিজেন্স এমপাওয়ারমেন্ট ফোরামের ব্যানারে মিছিল করা হয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিলে যোগ দেন বিশিষ্ট আইনজীবী, চিকিৎসক, অভিনেতারা। মিছিলের স্লোগান ছিল, 'বিচারপতির দুয়ারে সন্ত্রাস, গণতন্ত্রের দীর্ঘশ্বাস।'