ডেবরায় যাত্রীবাহী টোটো থেকে উদ্ধার ২০০ লিটার চোলাই, গ্রেফতার ৪

author-image
Harmeet
New Update
ডেবরায় যাত্রীবাহী টোটো থেকে উদ্ধার ২০০ লিটার চোলাই, গ্রেফতার ৪

দিগবিজয় মাহালি, ডেবরাঃ শনিবার অর্থাৎ আজ ডেবরা আবগারি দপ্তরের ওসি নিত্যানন্দ হালদারের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ী এলাকায় একটি যাত্রীবাহী টোটো থেকে প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করে। গ্রেফতার হওয়া তিন জনের বাড়ি ডেবরার গোলগ্রাম এলাকায় এবং টোটো চালকের বাড়ি পাঁশকুড়া থানা এলাকায়। অভিযুক্তদের মেডিকেল পরীক্ষার পর আদালতে পাঠানো হয়েছে।